পটুয়াখালীতে থাই আপেল কুল চাষ ১০ মাসে বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
পটুয়াখালীতে থাই আপেল কুল চাষ।দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো আপেল কুল চাষ। প্রথমে ইউটিউব দেখে থাই আপেল কুল চাষ ১০ মাসের মাথায় দেখতে পেলেন সাফল্য। প্রতি গাছে ধরছে ২০/২৫ কেজি থাই আপেল কুল।দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। রঙ আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। খেতে অনেক মিষ্টি। অনেকটা বাউকুলের মতো দেখা গেলেও এটি মূলত থাই আপেল কুল।আপেল কুল বাংলাদেশে চাষ হলেও নতুন জাতের থাই নুরানি আপেল কুল চাষ। প্রচলিত আপেল কুল বাউকুলের থেকে আকারে বড় থাই আপেল কুল। গাছের ডালে ডালে ধরে ।প্রথম বারের মতো থাই আপেল কুল চাষ করে সফল হয়েছেন পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামের কয়েত প্রবাসী মোঃ বেল্লাল ও বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ তিতকাটা গ্রামের ইদ্রিস।ইউটিউবে কৃষিবিষয়ক প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে। কুয়েত প্রবাসী মোঃ বেল্লাল সিদ্ধান্ত নেন দেশে থাই নুরানি আপেল কুল চাষ করবেন। তিনি তার আত্তীয় মোঃ ইদ্রিস কে ব্যবসায়ী পাটনার করে।দক্ষিণ তুষখালী কাজীর হাট সংলগ্ন রাস্তার পাশে একটি বাগানে চারা রোপণের ১০ মাসের মাথায় দেখতে শুরু করেন সাফল্যের মুখ। তাদের বাগানে থাই আপেল কুলের বাম্পার ফলন হয়েছে।স্থানীয় সূত্রে জানায়, পটুয়াখালী সদর উউপজেলার প্রবাসী বেলাল ও ইদ্রিস ইউটিউবে কৃষিবিষয়ক প্রতিবেদন দেখে থাই আপেল কুল চাষে উদ্বুদ্ধ হন। ২০২২ সালে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের দক্ষিণ তুষখালী গ্রমে দই বিঘা জমিতে ৪শত থাই আপেল কুল ও কিছু বলসুন্দরী কুল, টক বড়াই ও আম গাছের চারা রোপণ করেন তিনি।রোপণের ১০ মাসের মাথায়। চলতি বছরের জানুয়ারি মাসে গাছে ধরে। আপেল কুল। প্রতি গাছে ২০/২৫ কেজি করে ফলন হয়েছে।তিনি বলেন, আমাদের এমন উদ্যোগের শুরুতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ধরনের সহযোগিতা এখনো পাইনি। যদি সরকারের দপ্তর থেকে আমাদের এ উদ্যোগে সহযোগিতা করেন তাহলে অনেকেরই থাই আপেল কুল চাষ করে ভাগ্য বদলে যেতে পারেন।
