দেবীগঞ্জে প্রশিকার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
নিজস্ব প্রতিবেদক,দেবীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
দেবীগঞ্জ প্রতিনিধিঃ রওশন জালালী।। প্রশিকা প্র-তে প্রশিক্ষণ শি-তে শিক্ষা কা-তে কাজ অর্থাৎ প্রশিক্ষণ শিক্ষা কাজ এই তিনটি নিয়ে গঠিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকার উদ্যোগে প্রশিকা দুর্যোগ ব্যাবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির পক্ষে প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় দেবীগঞ্জের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কামরুজ্জামান ছামাদ , দেবীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা রাজু আহমেদ মিঠু। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ উদ্দিন, বিভাগীয় ব্যাবস্থাপক প্রশিকা উন্নয়ন এলাকা নীলফামারী ও পঞ্চগড় জোন, সঞ্চালনায় ছিলেন সুধাংশু নাথ রায়, শাখা ব্যাবস্থাপক প্রশিকা উন্নয়ন এলাকা দেবীগঞ্জ। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা রাজু আহমেদ মিঠু, তিনি তার বক্তব্যে বলেন "বেলাল হোসেন" যদি এই কেন্দ্র দেখাশোনা না করতো এতদিনে এই ভবনের একটি ইট ও খুঁজে পাওয়া যেত না, আশা করি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র "বেলাল'কে যথাযথ স্থান দিবে। যুবলীগ নেতা রাজু আহমেদ মিঠুর বক্তব্যের সাথে সহমত প্রকাশ করে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কামরুজ্জামান ছামাদ তার বক্তব্যে বলেন সকল চক্রান্ত -ষড়যন্ত্র মোকাবেলা করে সারা বাংলাদেশের মতো প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকা এগিয়ে যাবে, প্রশিকা দেবীগঞ্জ কেন্দ্র টি চক্রান্তের শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে "বেলাল হোসেন নিঃস্বার্থ ভাবে তার নিজের বাড়ির মতো দেখাশোনা করে এজন্য বেলাল হোসেন এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস তার বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন নন-গভারমেন্ট অর্গানাইজেশন তথা এনজিও সংস্থাগুলো'ও মানবিক ভাবে দেশ ও জাতীর প্রতি এগিয়ে আসছে। সে জন্য এনজিও সংস্থাগুলোর ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন আমরা যে পরিমাণে শীতবস্ত্র বিতরণ করছি পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীদের দেওয়া এবং ব্যাক্তি উদ্যোগে উপহার দেওয়া কম্বল অনেকেই বিক্রি করে দিচ্ছেন। সেটা আবার বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখ জনক বিষয়। তাই দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস শীতবস্ত্র বিতরণের তালিকা করার সময় একটু দেখে শুনে খোঁজ খবর নিয়ে প্রকৃত ব্যাক্তিকে দেওয়ার অনুরোধ করেন। এবং সর্বশেষ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। পরিশেষে প্রধান অতিথি দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি তার গোছানো বক্তব্যের মধ্য দিয়ে শীতবস্র বিতরণ অনুষ্ঠান সমাপ্ত করেন।
