শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

মেহেরপুরে  ৩০ বােতল ফেনসিডিলসহ ২জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রোববার

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার আকবপুর গ্রাম থেকে  ৩০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-গাংনী উপজেলার বামন্দী শহরের বাসস্ট্যান্ডপাড়ার মৃত রেজাউল হকের ছেলে আলামিন হােসেন (৩৮) ও একই পাড়ার আফিরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম (৩৫)। 

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের  আকুবপুর চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করে গাংনী থানা পুলিশের একটিদল। 

 

গাংনী থানা সূত্র জানায়, গাংনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে পাঁচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফাের্স নিয়ে আকুবপুর চেকপোস্টে অবস্থান নেয়। এসময় দু’জন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। পুলিশের অভিযান দলটি কৌশলে তাদেরকে থামাতে সফল হয়। এসময় তাদের বহনকৃত একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বহনের অপরাধে তাদেরকে আটক করে থানায় নেয় পুলিশ। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটক হওয়া দু’জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রােববার তাদের মেহেরপুর আদালতে সাের্পদ করা হবে।