শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৮ জানুয়ারি ২০২৩ রোববার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৮৬টি ইয়াবা, ১২৫ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৪৫ গ্রাম গাঁজা ও ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।