মাগুরায় শীতার্থদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
শামীম শরীফ
প্রকাশিত : ১১:৫৫ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
যে দেহে জীবন আছে সে অনুভব করতে পারে চাওয়া এবং না পাওয়ার বিষয়টি, আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা দিন আনে দিন খাই, এই প্রচন্ড শীতে কষ্ট সহ্য করে শীতকে নিবারণ করে।
সেই সব অসহায় মানুষদের বলার মত তেমন কোন জায়গাও নেই। গ্রাম গঞ্জের সেই সকল মানুষের কথা ভেবে মোঃ মশিউদৌলা রেজা, পুলিশ সুপার মাগুরা, শীত নিবারণের জন্য কম্বল দেওয়ার সিদ্ধান্ত নেন।
‘প্রচন্ড শীতে জর্জরীত মাগুরার পল্লী অঞ্চলের অসহায় মানুষের শীত নিবারনের মাধ্যমে মুখে হাসি ফোঁটাতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে এবং বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। মাগুরা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
মাগুরা পুলিশের পক্ষ থেকে প্রায় সহস্রাধীক অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়া মাগুরার শ্রীপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে দুস্থ,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম)।
সমাজের বিত্তবান মানুষকে , এ কাজে অনুপ্রাণিত করা এবং তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য এ উদ্যোগ বলে জানান, মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা।
