বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তাসকিন নয়, ঢাকার অধিনায়ক নাসির

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। অংশগ্রহণকারী কয়েকটি দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সে তালিকায় নাম লিখিয়েছে ঢাকা ডমিনেটরস। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন নাসির হোসেন। 
জানা গিয়েছিল, ঢাকা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। তবে শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই উঠল গুরুদায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসিরকে।
ঢাকা ডমিনেটরস-
সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ।