চলন্ত মোটরসাইকেলে দুলাভাইকে কুপিয়ে হত্যা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:১৫ এএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
জমিতে গর্ত করাকে কেন্দ্র করে মোটরসাইকেলে আরোহী দুলাভাইকে কুপিয়ে হত্যা করে শ্যালক। আজ বুধবার ময়মনসিংহের গৌরীপুরে সকালে এ ঘটনাটি ঘটে উপজেলার সহনাটি ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালামের (৫৫) সঙ্গে বাড়ির সামনে একটি ফসলি খেতের সীমানা নিয়ে বিরোধ বাধে শ্বশুরবাড়ির চাচাতো সমন্ধি ও শ্যালকদের সঙ্গে। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল।
আজ বুধবার ভোরে আবুল কালাম নিজের জমির একটি কিনারা ঘেঁষে গর্ত করে এতে গোবর রাখেন। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে ইন্তাজ আলী ছেলে আব্দুল গফুর (৬০) ও মো. সেলিম মিয়ার (৩৫)। নিজেদের সীমানায় গর্ত করেছে অভিযোগ এনে এ সময় বাধা দেন। এ অবস্থায় তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে প্রতিবেশীরা তাৎক্ষণিক মীমাংসা করে দিয়ে দুই পক্ষকেই যার যার বাড়িতে চলে যেতে নির্দেশ দেন।
আবুল কালামের ছেলে সোহাগ মিয়া জানান, সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলে করে তার বাবাকে নিয়ে স্থানীয় বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পথরোধ করে সেলিম মিয়া তার বাবা আবুল কালামকে একটি রামদা দিয়ে কোপ দেয়। এতে মোটরসাইকেল থেকেই লুটিয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
