রাজশাহীতে র্যাবের অভিযানে কোটি টাকা সমমূল্যের হেরোইনসহ গ্রেফতার
রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
রাজশাহীতে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।মঙ্গলবার ৩ জানুয়ারি র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার (২ জানুয়ারি) রাত ০৩.১৫ মিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক নামক এলাকায় অপারেশনে ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ সাহিন (৩০)কে গ্রেফতার করা হয়। এদিকে একই দিন একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি জেলেপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইন সহ মোঃ আব্দুর রহমান (২৭)কে গ্রেফতার করা হয়।
আটককৃত মোঃ সাহিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচকের মোঃ আনারুল'র ছেলে এবং আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি জেলেপাড়ার মোঃ মোখলেছ'র ছেলে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
