চাঁপাইনবাবগঞ্জে টিটিসি`র প্রশিক্ষনার্থীদের নবীনবরণ
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশিত : ১০:৫৯ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
চাঁপাইনবাবগঞ্জে সিপ(SEIP) প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কর্তৃক মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সের (জানুয়ারি - এপ্রিল/২০২৩ সেশন) ৭ম ও ৮ম ব্যাচের প্রশিক্ষনার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১/০১/২০২৩ খ্রি.) সকালে টিটিসি'র হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটির মোটর ড্রাইভিং ট্রেড।
টিটিসি 'র অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন -এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - চাঁপাইনবাবগঞ্জ বিআর টিএ'র সহকারী পরিচালক শাহাজামান হক।
বিশেষ অতিথি ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান।
