শার্শা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
বৃহস্পতিবার( ২৯ ডিসেম্বর) বিকাল ৫.৩০ মিনিটে শার্শা থানা পুলিশের আয়োজনে অত্র থানা প্রাঙ্গণে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আফিল উদ্দিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য-৮৫, যশোর-১শার্শা- এমপি মহোদয়।
শেখ আফিল উদ্দিন বলেন, বাঙালি জাতির তাজা রক্তের আখরে অর্জিত বাংলাদেশ আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কাপড়ে আঁকা স্বাধীন লাল সবুজের পতাকা। এই পতাকার সাথে আমাদের চাষী, মজুর, তাতী, জেলে, চাকুরিজীবি, আইনজীবিসহ সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ের বন্ধন গাঁথা। সেই পতাকা ধরে দূর্বার গতিতে উন্নয়নের শিখায় ধাবিত হয়েছেন জাতির জনকের কণ্যা, বারবার নির্বাচিত বাঙালির প্রাণের স্পন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেই উন্নয়নকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে উন্নয়নের চুড়ান্ত শিখায় অবস্থান করতে চায়। এজন্য মুক্তিযুদ্ধ বিরোধী হায়েনার দল যাতে কোনভাবে আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্থ্য করতে না পারে, সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের সরকার আওয়ামীলীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সুত্রে গাঁথা। একটিকে ছাড়া আরেকটিকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই, অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃ স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ তার নেতৃত্বে আমাদের গর্বের বীর মুক্তিযোদ্ধারা আমাদের কাছে দিয়েছিলেন। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। যদি ইতিহাসের দিকে ফিরে তাকায় “বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ, ঠিকানা বিহীন বাংলাদেশ”। আজকের বাস্তবতা অনেক পরিবর্তণ হয়েছে। ভিশন-২০২১. অনেক আগেই পূরণ হয়েছে। আমরা প্রধান মন্ত্রীর নেতৃত্বে এমডিজি অর্জণ করেছি। এসডিজি অর্জণ করেছি। মহাকাশ থেকে সমূদ্র, বাংলাদেশের ভৌগলিক সীমানা অনেক বেড়েছে, আমরা সমূদ্র বিজয় করেছি, মহাকাশ বিজয় করেছি, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। স্বপ্নের মেট্রো রেল, পদ্মা সেতু। বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর কণ্যার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী ডেল্টা প্লান দিয়েছেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। যা পৃথিবীর কোথাও চিন্তাও করেনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শেখ আকিকুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত), শার্শা থানা, যশোর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগন, উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
