শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

মমিনপুর মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা খালেদ রহ. এর ইন্তেকাল ।

 প্রতিবেদক- মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী মুমিনপুর  হাফিজিয়া (আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুমিনপুর) মাদ্রাসার সম্মানিত সাবেক মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা খালেদ বিন মুহসিন সাহেব, গতকাল মঙ্গলবার রাত- সকলের মায়া ভালোবাসা ত্যাগ করে, আল্লাহ ডাকে সারা দিয়ে মঙ্গলবার রাত ১১ঃ১০PM (২৭/১২/২০২২) মিনিটে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন,

 ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

আজ বুধবার, বাদ যোহর মোমিনপুর মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসা প্রাঙ্গণের অবস্থিত কবর স্থানে দাফন করা হবে।

আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেনো ওনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব দান করেন আমিন।