মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

১২ স্ত্রীকে এবার থামতে বললেন ১০২ সন্তানের জনক!

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

১২ জন স্ত্রী উগান্ডার মুসা হাসাইয়া। বয়স ৬৭ বছর। ১০২ সন্তানের জনক। কিন্তু ‘সেঞ্চুরি’র পর মুসার মনে হয়েছে সন্তান-সন্ততির ভারে সংসার চালাতে পারছেন না তিনি। তাই এক ডজন স্ত্রীকে তার নির্দেশ, এবার থেকে তাদের গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে হবে।

১৬ বছর বয়সে স্কুল ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন নাতিনাতনির সংখ্যা ৫৬৮! সবার নামও জানেন না ৬৭ বছরের বৃদ্ধ মুসা। সবার পড়াশোনার জন্য চাইছেন সরকারি সাহায্য। সব নাতিনাতনির নাম আর মনে নেই মুসার। সংসার চালাতেও সমস্যায় পড়ছেন। তাই এবার ‘থামতে’ চান তিনি।

সংবাদমাধ্যমকে মুসা বলেন, ‘আমি আর সন্তান প্রতিপালন করতে পারবো না। আমার সীমিত আয়ের মধ্যে সংসার চালাতে পারছি না। তবে আমার বারো জন স্ত্রী এখনও সন্তানধারণ করতে পারেন। তাই তাদের পরামর্শ দিয়েছি, এবার গর্ভনিরোধক বড়ি ব্যবহার করুন সবাই।’

উগান্ডার বুগুসায় বিশালাকার বাড়িতে থাকেন মুসা। বারো স্ত্রীর জন্য আলাদা আলাদা শোয়ার ঘর। ১০২ সন্তানের মধ্যে অনেকেই বাবা কিংবা মা হয়েছেন। মুসার নাতিনাতনির সংখ্যা ৫৬৮! সবার নামও মনে নেই বৃদ্ধ মুসার।

মুসা জানান, তার প্রথম বিয়ে হয় ১৯৭১ সালে। প্রথম স্ত্রীর নাম হানিফা। ১৬ বছর বয়সে স্কুল ছেড়েই বিয়ের সিদ্ধান্ত নেন। ১৮ বছর বয়সে বাবা হন। দু’বছরের মধ্যে এক ছেলে ও এক মেয়ের জন্ম দেন হানিফা। গ্রামে বেশ নামডাক মুসার। পেশায় ব্যবসায়ী মুসা আবার গ্রামের মোড়লও। স্থাবর-অস্থাবর সম্পত্তিও বিশাল। তাই পরিবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবার বাড়াতে বাড়াতে বারোটি বিয়ে করে ফেলেন মুসা। এখন পড়েছেন আর্থিক সমস্যায়।

আর মুসার প্রথম স্ত্রী জানাচ্ছেন, সতীনদের সঙ্গে তার কখনও কোনও ঝামেলা হয়নি। মিলেমিশে থাকেন তারা। স্বামী আর্থিক চিন্তা করছেন বটে, তবে তার মতে, বেশ তো চলে যাচ্ছে।