শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়নের  মোঃ আবু তালেব (২৯) নামে এক মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
 
সাটুরিয়া উপজেলার ছৈন্টা  গ্রামের মোঃ শামছুল হকের ছেলে নিহত আবু তালেব। 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, সকালে আবু তালেব মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা পাটুরিয়া গামী দ্রুতগতির বেপরোয়া এক গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তালেবের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।