শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

রাজধানীতে ভ্যান গাড়িতে বাসের ধাক্কা, ব্যবসায়ীর মৃত্যু

মোঃ শাহরিয়ার ইসলাম শ্রাবণ:

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

 রাজধানীর যাত্রাবাড়ীতে ভ্যান গাড়িতে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৭)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের লোকজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ী পটুয়াখালীর দুমকি থানার চর কয়রা গ্রামের মৃত সোনামদ্দিনের ছেলে। তিনি আনারসের ব্যবসা করতেন।
নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, গতরাত ২টার দিকে আমার শ্বশুর ভ্যান গাড়িতে আনারস নিয়ে ধোলাইপাড় থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি যখন যাত্রাবাড়ী থানার পেছনের রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি দ্রুতগামী বাস ওই ভ্যান গাড়িকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে পরিবারের লোকজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চি