শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

স্বজনের লাশ অবশেষ ঠাই পেলো তাসরিফ- ১ লঞ্চে! 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

একটি পরিবার তাসরিফ-১ লঞ্চে করে একটি মর-দেহ নিয়ে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে, কত-গুলো ছবি সামাজিক যোগাযোগে বাসছে দেখা যাচ্ছে।

জানা-যায় যে গতকাল বিকালে ঢাকা কোনো এক হাসপাতালে মারা যায় ক্যান্সার আক্রান্ত এক ব্যাক্তি

স্বজনরা দ্রুত সদরঘাট এসে কফিন ছাড়াই তারা-হুরা করে লঞ্চে উঠতে চেয়ে-ছিল, কিন্তু কোন লঞ্চ তাদেরকে উঠায়নি, এই লাশ দেখে।

তাশরীফ -১ লঞ্চ কর্তৃপক্ষের কাছে অনেক অনুনয়-বিনয় করার পর জায়গা মিলে ছাদে।

 

কত-টা অমানবিক বিষয় চিন্তা করছেন, এই কনকনে শীতের মাঝে লঞ্চের ছাদে করে হাতিয়া যাওয়া, কত-টা কষ্ট কর, এই জায়গাটা-তে প্রচণ্ড বাতাস থাকে সব-সময়, আবার নদীর বাতাস, স্বজনরা যে জায়গাটা-তে বসা, এটা হচ্ছে ইঞ্জিনের হাওয়া বের হওয়ার ঐ জায়গা।

এখানে প্রচুর পরিমাণ শব্দ হয়ে থাকে, সহ্য করার মতো না,আর এই লোক-গুলো এখানেই বসা, তাঁদের কাছে প্রয়োজনীয় শীত নিবারণের পোষাক ছিলো না, ঠাণ্ডায় এই শীতের মধ্যে বসে আছে।

যে-সব লঞ্চ লাশ বহন করতে চায় না, সে-সব লঞ্চ-কে উচিৎ আমাদের বয়কট করা।

কারন তাদের কাছে আমরা জীবিত অবস্থা ব্যবসায়ী পণ্য, মৃত অবস্থায় আমরা মূল্যহীন, আর লঞ্চ এর ভিতরে লাশ এর জন্য আলাদা কেবিন এর ব্যবস্থা করা হোক, জেনো দিন শেষে কারো এমন অবস্থায় পড়তে না হয়।