পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের বাঁধা নিহত-১, আহত শতাধিক
Md. Rasadul Islam
প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার
পঞ্চগড় প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ১০ দফা দাবিতে সারাদেশে গণ মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে । তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলা বিএনপি গণ মিছিল কর্মসূচি আয়োজন করে । জেলা বিএনপি কার্যালয়ে হতে গণমিছিল শুরু হলে পুলিশ বাঁধা প্রদান করে । একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মী'রা সংঘর্ষে জড়িয়ে পরে ।

এতে জেলার বোদা উপজেলা ময়দানদিঘি ইউনিয়ন বিএনপি'র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং আসন্ন বিএনপি ইউনিয়ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ আরেফিন(৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে । আহত হয়েছে শতাধিক বিএনপি নেতাকর্মী । শনিবার (২৪-ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার সময় সংঘর্ষের সূত্রপাত হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে ।
সংঘর্ষে পুলিশ টিয়ারসেল ,কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে এবং বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায় । এতে অল্প সময়ের মধ্যে পঞ্চগড় জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয় । সাধারণ মানুষ যে যার মত করে জেলা শহর ছেড়ে নিজ বাড়ির দিকে ফিরে যায় । বন্ধ হয়ে যায় শহরের সমস্ত দোকানপাট রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান । বিএনপি নেতারা দাবি করেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা প্রদান করে এবং বেধড়ক লাঠিচার্চ করে । এতে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছুটতে থাকে ।
এ সময় ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদপ্রার্থী আব্দুর রশিদ আরেফিন পালানোর চেষ্টা করলে তাতে ব্যর্থ হয় এবং পুলিশের লাঠি চার্জের শিকার হয় । পরে গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।এছাড়াও আহত হয়েছেন অনেকে'ই এবং বিএনপির অনেক নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।
এদিকে জেলা শহর থেকে উত্তরে আনুমানিক ৭কিলোমিটার দুরে জগদল বাজারে এবং জেলা শহর থেকে পূর্বদিকে আনুমানিক ৬কিলোমিটার দূরে টুনিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত । সংঘর্ষের শেষের দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে জাগপা । তবে এ বিষয়ে তাৎখনিত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি ।
