কনুই কেটে কৃত্রিম হাতের মধ্যে ইয়াবা পাচার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:০৭ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশকে ইয়াবা বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিলেন রানা হাওলাদার (২৬) নামে এক যুবক। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। পুলিশ বলছে, সে একজন মাদক কারবারি।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার হওয়া রানা হাওলাদার হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করত। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত ৭/৮ বছর ধরে সে ইয়াবা পাচার ও কারবার করে আসছিল।
এইচ এম আজিমুল হক জানান, তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।