শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়া সরকারের নতুন দুরভিসন্ধি: গণতন্ত্র মঞ্চ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৯:২০ এএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি
নির্বাচনের আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ঘটনা সরকারের নতুন এক দুরভিসন্ধি বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চের পক্ষে জোনায়েদ সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।


গণতন্ত্র মঞ্চের নেতারা প্রশ্ন তোলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় সুরক্ষাসেবা বিভাগের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে কিসের স্বার্থে?

মঞ্চের বিবৃতিতে বলা হয়, সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে— এখন কী করবে তাও প্রায়শই গুলিয়ে ফেলছে। জাতীয় পরিচয়পত্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ তার একটি উদাহরণ মাত্র।

এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেন, এ ধরনের পদক্ষেপের যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে সরকারকে।

গাইবান্ধায় নির্বাচনী জটিলতার বিষয়ে মঞ্চ জানিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হলো।