বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ ঘটিকায় বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ স্থানে কৃষি জমিতে কাজ করারত অবস্থায় উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার পুত্র আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার পুত্র নুর উদ্দিন (৫০) ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনা স্থলেই প্রাণ হারান। দুই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মাঝে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌছে দেয়া হবে।