মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

হঠাৎ কিয়েভ সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

হঠাৎ কিয়েভ সফরে গেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। শনিবার (১০ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানীতে পৌঁছান জার্মানির এই সর্বোচ্চ কূটনীতিক। বেয়ারবক বলেছেন, এই সফরের অর্থ হলো যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের পাশে রয়েছে জার্মানি। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দ্বিতীয়বারের মতো সরকারি সফরে কিয়েভে গেলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।


প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ড থেকে ট্রেনে সফর করেন বেয়ারবক। স্থানীয় সময় সকালের দিকে কিয়েভে পৌঁছান তিনি।

কিয়েভে পৌঁছানোর পরে বেয়ারবক বলেন, জার্মান সরকার ইউক্রেনকে সহযোগিতা করে যাবে, সেটা যত দিন প্রয়োজন হয়। এসব সহযোগিতার মধ্যে থাকবে অস্ত্র, মানবিক-আর্থিক সহায়তা।

এদিকে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান লাইন নর্ড স্ট্রিম বন্ধ করেছেন পুতিন। এতে আসন্ন শীতে অঞ্চলটিতে তীব্র জ্বালনি সংকটের আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া এরই মধ্যে জার্মানিসহ বেশ কয়েকটি দেশে জ্বালানি খরচ বেড়ে আকাশচুম্বী হয়েছে।