শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

যশোরের ওয়ারেন্ট ভুক্ত ১৪ আসামী গ্রেফতার সহ ফেন্সিডিল উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

সীমান্ত এলাকা যশোরের বেনাপোলে মাদক সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ আসামী আটক   সহ   ২৫ বোতলভারতীয়  ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামীরা হলো , ছোট আঁচড়া গ্রামের
রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে মো. আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে মো. জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে মো. আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল এর ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে আলামিন হোসেন।

পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।