সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

চৌগাছায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

 যশোরে চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে বিল্লাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার প্রবাসী মহিদুল ইসলামের ছেলে। নিহতের প্রতিবেশী জিয়াউদ্দিন জানান, শিশুটির মা বিল্লাল ও তার বোন খাদিজাকে খেতে দেন।  বিল্লাল খেয়ে বাড়ির টিউবওয়েলে পানি খেতে যায়।  তখন টিউবওয়েলের সাথে সংযোগকৃত মোটরের বিদ্যুতলাইনে বিদ্যুতায়িত হয়ে সেখানেই পড়ে থাকে। পরে তার  বোনও টিউবওয়েলে পানি খেতে গিয়ে ভাইকে পড়ে থাকতে দেখে। ভাইয়ের গায়ে হাত দিতেই তাকে ঝাড়া দিয়ে ফেলে দেয়। তার চিৎকারে মা দ্রু“ত বিদ্যুতের মেইন সুইজ অফ কেেরদেন। এরপর স্থানীয়দের সহায়তায় বিল্লালকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ ফয়েজ বিন সা'দ সাংবাদিকেদর বলেছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।