চীনের তৎপরতায় উদ্বিগ্ন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০২:০২ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

রোববার সেই সামরিক মহড়া শেষের পর তাইওয়ানের চারপাশের সমুদ্র এবং আকাশে ফের নতুন মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তাইওয়ানকে নিয়ে চিন্তিত নন। কিন্তু ওই অঞ্চলে চীনের কর্মকাণ্ডে তিনি উদ্বিগ্ন। চীনের এ ঘোষণার পরপরই বাইডেন উদ্বেগ প্রকাশ করলেন।
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে শুরু করা সামরিক মহড়া শেষের পর আবার তাইওয়ান ঘিরে নতুন মহড়ার ঘোষণা দিয়েছে চীন।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাতে চীন তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন মহড়া শুরু করে।
চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড সোমবার বলেছে, তারা সমুদ্র অভিযান এবং সাবমেরিন-বিধ্বংসী মহড়া চালাবে।