বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

একতরফা কমিটি গঠনের অভিযোগে তোপের মুখে বিএনপির আমিনুল

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১০:০০ এএম, ৬ জুন ২০২২ সোমবার

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে ঘিরে প্রতিবাদ জানিয়েছেন দলটির উত্তরা ও বিমানবন্দর থানার বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ঘেরাওয়ের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে আমিনুলের বেশ ধাক্কাধাক্কি হয় বলে জানা গেছে।

রোববার (৫ জুন) দুপুরে উত্তরা ৭ নম্বর সেক্টরে অনুষ্ঠিত ১, ৫১ ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন শুরু আগে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সদস্য সচিব আমিনুলকে সব পক্ষকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে ইউনিট কমিটি করে সম্মেলন দেওয়ার দাবি জানান। নেতাকর্মীরা আমিনুলের একপেশে ভূমিকার সমালোচনা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবাদের একপর্যায়ে নেতাকর্মীরা আমিনুলের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, নগর পুনর্গঠনের অংশ হিসেবে উত্তরার ১২টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছেন নগর নেতারা। নগর বিএনপি থেকে ঘোষিত প্রতিটি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সব যুগ্ম আহ্বায়কের সমন্বয়ের মাধ্যমে ইউনিট কমিটি করার কথা রয়েছে। তবে টিম প্রধান, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মতামতকে উপেক্ষা করে ওয়ার্ডে ওয়ার্ডে ব্যক্তি বিশেষের পছন্দমতো ইউনিট গঠন করে নিয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রভাবশালী প্রার্থীরা এতদিন বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছিল না।

রোববারের ঘটনার বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জাগো নিউজকে বলেন, আমাদের ওয়ার্ড সম্মেলনে সাদি নামে একজন তার গ্রুপের লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। আমরা তাদের বের করে দিয়ে সফলভাবে প্রোগ্রাম শেষ করেছি।