ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১০:৪৯ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ইউক্রেনকে দূরপাল্লার রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র। আর এ খবরে রাশিয়া সতর্ক করে বলেছে, অস্ত্র দিয়ে আগুনে ঘি ঢালছে ওয়াশিংটন। এ অবস্থায় বৃহস্পতিবার (২ জুন) ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
ইউক্রেনের পূর্বাঞ্চল পূর্ণ নিয়ন্ত্রণে নিতে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লুহানস্কের গভর্নরের দাবি, সেভেরোদনেৎস্কে আরও অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তাদের হামলার হাত থেকে বাঁচতে রাসায়নিক কেন্দ্রের নিচে আশ্রয় নিয়েছেন বেসামরিক নাগরিকরা।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ৭০ কোটি ডলার সামরিক সহায়তার। এর মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম।
যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া যাতে আলোচনায় বসতে বাধ্য হয় সে জন্যই এই অস্ত্রসহায়তা। তবে বিষয়টি ভালো চোখে দেখছে না রাশিয়া। এতে করে ওয়াশিংটন সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে মস্কো। তবে এ হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র কেবল রুশ আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হবে, রাশিয়ায় হামলা চালানোর জন্য নয়।
এদিকে ইইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের দুই-তৃতীয়াংশ দখল করে নিয়েছে রাশিয়া। কিয়েভ বাহিনীতে দৈনিক ১০০ নিহত ও ৫০০ জনের মতো আহত হচ্ছিল বলে স্বীকার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। যে কারণে অঞ্চলটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে নিরাপদ দূরত্বে সরে আসতে হয়েছে।
ইউক্রেনেকে জো বাইডেন যে রকেট ব্যবস্থা দিচ্ছে, তা দিয়ে দীর্ঘপাল্লার রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে। নিউইয়র্ক টাইমসে লেখা এক মতামতে বাইডেন বলেন, আমাদের দ্রুতই ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে হবে। তারা যাতে যুদ্ধক্ষেত্রে লড়াই করে আত্মরক্ষা করতে পারে, আর আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত রাখতে পারে।
সেভেরোদোনেৎস্ক ও তার ছোট্ট যমজ শহর লিসিচানৎস্ক দখল করতে পারলে পুরো লুহানৎসকে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এতে এ যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হবে।