কুসিক নির্বাচন: নৌকার প্রার্থী রিফাতের ১১ অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১ জুন ২০২২ বুধবার
কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত নেতাকর্মী ও সমর্থকদের মাধ্যমে নগরীর উন্নয়নে তার ১১ দফা অঙ্গীকার সংবলিত একটি প্রচারপত্র বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন।
এসব অঙ্গীকারের মধ্যে আছে- সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা এবং গত ১০ বছরের দুর্নীতির বিচার করা, ভবনের নকশা অনুমোদনে সরকারি ফির বাইরে মেয়রকে এক টাকাও ঘুষ দিতে হবে না, বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনামূল্যে কোনো ফ্ল্যাট দিতে হবে না, ঠিকাদাররা কার্যাদেশ নিতে মেয়রকে ঘুস দিতে হবে না, সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, নগর ভবনকে দলীয় কার্যালয় বানানো হবে না, জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে, করের টাকা সততা-নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কাজে ব্যয় করা হবে, অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে, মেয়রের দরজা গণমানুষের জন্য সবসময় খোলা থাকবে এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তির কুমিল্লা গড়তে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের হাত শক্তিশালী করা।
এসব অঙ্গীকারের বিষয়ে মেয়র প্রার্থী রিফাত বলেন, অতীতে নগর ভবনে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেগুলো দূর করতে চাই। এজন্য গুরুত্বপূর্ণ ১১ দফা অঙ্গীকার ভোটারদের কাছে তুলে ধরেছি। পরবর্তী সময়ে নির্বাচনী ইশতেহারে নগরীর উন্নয়নে আরও যুক্ত করা হবে।
গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। একই পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সীমা ও ইমরান।
ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
