‘আমাকে খুশি কর, আমি তোমায় কাজ দেব’
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

যৌন হেনস্তার শিকার হয়ে অভিনয়ের জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন এক উঠতি অভিনেত্রী।অভিনেত্রীর নাম রিচা ভদ্র। সিরিয়ালে কাজ করতেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিচা বলেন, বিয়ের পর তিনি একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। সেখানে অনেকে তাঁকে ‘সমঝোতা’র পথে হাঁটার পরামর্শ দেন।
তিনি বলেন, “এক কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, ‘আমাকে খুশি কর, আমি তোমায় কাজ দেব।’ একটা হোটেলে আমার সঙ্গে দেখা করতে চান। আমি কফি শপে দেখা করার কথা বলেছিলাম। তারপরই ইন্ডাস্ট্রির প্রতি আমার যা ভালবাসা ছিল, সব শেষ হয়ে যায়।
‘খিচড়ি’ ছাড়াও বা বহু অউর বেবি এবং মিসেস তেণ্ডুলকরেও দেখা গিয়েছিল রিচাকে। টেলিভিশনের দুনিয়া ছেড়ে নতুন জীবনেই খুশি তিনি। এখন ব্যস্ত াাছেন সংসার নিয়ে। জানিয়েছেন কালো জগতে আর ফিরতে চান না।