সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী স্পর্শিয়া

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।  বুধবার (১৭ এপ্রিল) দুপুর এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

জানা যায়, স্পর্শিয়া কাজ শেষে রিকশায় করে বাসায় ফিরছিল। সে সময় তার রিকশাটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। পড়ে গিয়ে বেশ আহত হয়। এরপরই তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি ধাক্কা দেওয়ার পরই রিকশা থেকে উল্টে পড়ে যান স্পর্শিয়া। মাথায় আঘাত পান। একটা অংশ কেটেও যায়। চিকিৎসক তাকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। এ ঘটনার পরই সব ধরনের শুটিং প্যাকআপ করেছেন এই নায়িকা।