শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২২ মে) রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাতিজা অজিজার জানান, আমার চাচা আগে সিএনজি চালাতেন এখন কিছু করে না, গতরাত সোয়া ১টার দিকে যাত্রাবাড়ী কাজলা এলাকায় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার, করিমগঞ্জ থানায়। বর্তমানে যাত্রাবাড়ি কাজলা এলাকায় থাকতেন। নিহত, চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।