রাজধানীতে বিদেশি মদসহ আটক দুই
আশরাফুল ইসলাম
প্রকাশিত : ১২:৫২ পিএম, ২২ মে ২০২২ রোববার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- মো. সাইফুল ইসলাম (২১) ও মো. জাহিদুল ইসলাম নাইম (২০)।
শনিবার (২১ মে) রাতে র্যাব-১ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় বিক্রির জন্য মজুদ করে রাখা ৯৫ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৯৫ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। এছাড়া নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২১ মে) রাতে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুরাতন এফডিসি রোডের রেলগেইট সংলগ্ন আবাসিক এলাকায় দুজন ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৯৫ বোতল বিদেশি মদ।
আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।