রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটাই জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (১৬ মে) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নতুন নিষেধাজ্ঞা আরোপের
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে ইইউর একের পর এক নিষেধাজ্ঞার মুখোমুখি রাশিয়া। ইউক্রেনের বুচা, ইরপিনসহ মারিউপোলে বর্বর হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার কথা জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বেয়ারবক বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব দেশ রাশিয়ার তেলের ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে। আমরা জানি, তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ কতটা কঠিন। তবুও বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে ভেবে আসছি কিভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এই বিষয়ে আরও আলোচনার দরকার আছে বলে মনে করি। আশা করছি সামনের দিনগুলোতেই নতুন করে নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত হবে।
নিষেধাজ্ঞা ইস্যুতে ইইউ সদস্যভুক্ত দেশ হাঙ্গেরি জানিয়েছে, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমাতে হলে তার দেশের কয়েক বিলিয়ন ইউরোর তহবিল প্রয়োজন, যা দিতে ইইউ অপ্রস্তুত।
এর আগে রাশিয়ার জ্বালানি ও ভোজ্যতেলসহ গ্যাস সরবরাহে দেশটির বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা জারি করে ইইউসহ ন্যাটোভুক্ত ৩০টি দেশ। বিপরীতে ইউরোপের গ্যাসের পাইপলাইন বন্ধ করে দিয়ে পশ্চিমা বিশ্বকে কঠিন সংকটে ফেলে দেয় মস্কো।
নিষেধাজ্ঞা ছাড়াও ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ৫০০ মিলিয়ন ইউরো অর্থায়নের প্রস্তাব সমর্থন করেছে। এদিকে ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে দেশটি থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউ দেশগুলো তাদের ৪৫ শতাংশ কয়লা আমদানি করে রাশিয়া থেকে, যার বার্ষিক মূল্য ৪ বিলিয়ন ইউরো। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বন্দরসমূহে রাশিয়ান জাহাজের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।