কদমতলীতে বৈদ্যুতিক খুঁটিতে ডিশের লাইন নিতে গিয়ে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

রাজধানীর কদমতলীতে বৈদ্যুতিক খুঁটি দিয়ে ডিশের লাইন দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল উদ্দিন (৪৫) নামে এক ডিশ কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. শাহীন জানান, কদমতলী এলাকায় বিদ্যুতের খুঁটিতে ডিশের সংযোগ দেওয়ার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দিন থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।