রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২২ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

ঢাকা দক্ষিণ আ’লীগের ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি-সম্পাদককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বংশাল থানার ২৪ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন আহ্বায়ক কমিটিতে ইয়ার মোহাম্মদ পিন্টুকে আহ্বায়ক, আবদুল মান্নান ও মো বাসিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে আরও ২৮ জনকে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দায়িত্বে অবহেলার কারণে জাহাঙ্গীর আলম ও নাঈম আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।