করোনা আক্রান্ত বিল গেটস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১১ মে ২০২২ বুধবার

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) তিনি নিজেই এ তথ্য জানান। করোনার হালকা কিছু লক্ষণ অনুভব করার কথাও জানান বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী।
সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকার কথা জানিয়ে এক টুইট বার্তায় বিল গেটস বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে এর হালকা লক্ষণ অনুভব করছি। সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা আমাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। আমি তাদের পরামর্শ অনুসরণ করছি। খবর এনডিটিভির।
অন্য একটি টুইটে বিল গেটস বলেন, আমি ভাগ্যবান যে বুস্টারসহ পূর্ণ ডোজ টিকা পেয়েছি। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্দান্ত চিকিৎসাসেবাও পেয়েছি।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপট কমতে কমতেও হঠাৎ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে। বুধবার (১১ মে) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন আরও ১ হাজার ৭১২ জন। এর একদিন আগে মঙ্গলবার (১০ মে) মারা যান ১ হাজার ৭৬ জন, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ২৯৭ জন। আগের দিন মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার ৭৬০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৫১৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার ১৮১। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪৪২ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৫ হাজার ১০৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ১০৩।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৮৮ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনের।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ২১ হাজার ২২৪ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৯৭৯ জন।