বিজিএমইএ ভবন ভাঙতে ব্যবহার হবে ডিনামাইট
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বিজিএমইএ ভবন সম্পূর্ণ ভাঙতে সাত দিন সময় লাগবে। পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ভাঙতে ডিনামাইট ব্যবহার করা হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলের এই ভবন ভাঙা প্রসঙ্গে এ কথা জানান রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আখতার।
রাজউকের এই কর্মকর্তা জানান, 'বিজিএমইএ ভবন সম্পূর্ণ ভাঙতে সাত দিন সময় লাগবে। প্রথমে, আমরা ভবনটি বিভিন্ন স্তরে ভাঙা শুরু করবো। পরে, ডিনামাইট ও বুলডোজার ব্যবহার ভাঙার কাজ শেষ করা হবে।'
জেসমিন আরও জানান, ভবন ভাঙার সময় স্থানীয়দের সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি।
এক প্রশ্নের জবাবে জেসমিন বলেন, 'আমরা এখনো জানি না কখন ভাঙার কাজ শুরু করবো। এখন পর্যন্ত আমরা তাদের (ভবনে অবস্থিত প্রতিষ্ঠান) জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় দিয়েছি। তারা সব জিনিসপত্র সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা ভবন ভাঙার কাজ শুরু করবো না।'
এর আগে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওলিউর রহমান বলেন, 'আমরা ভবনটি ভেঙে ফেলতে প্রস্তুত। এই ভবনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তাই প্রথমে আমাদের সেগুলো সরিয়ে নিতে হবে। আমরা তাদের (ভবনে থাকা প্রতিষ্ঠান) জিনিসপত্র সরিয়ে নিতে দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছি।'
