শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

বিলাওয়াল ভুট্টো শপথ নেবেন আজ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১১:০০ এএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার

সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, দলের পক্ষ থেকে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন এবং বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি খোলাসা করেননি এই তরুণ রাজনীতিবিদ। সম্প্রতি শোনা যায় যে, তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি নিয়ে তিনি শিগগির সংবাদ সম্মেলন করে জানাবেন।


এর আগে বিলাওয়াল ভুট্টো দু-এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানান তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা।

গত ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন।কিন্তু সেদিন শপথ নেননি তিনি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপিপির নেত্রী হিনা রব্বানি খার। এরপর থেকেই পররাষ্ট্র মন্ত্রী হওয়ার বিষয়ে বিলাওয়াল ভুট্টো জারদারির নাম চাওড় হয়।

ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে গত ৯ এপ্রিল। তবে ইমরান খানের প্রতি এই অনাস্থা ভোটের আয়োজনে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে একজন বিলাওয়াল ভুট্টো জারদারি।

বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো। সন্ত্রাসী হামলায় তার মা বেনজির ভুট্টো নিহত হওয়ার পর মাত্র ১৯ বছর বয়সে পিপিপির চেয়ারম্যান হন তিনি। অক্সফোর্ডে পড়াশোনা করা ৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত।