রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

যে মামলায় গাজীপুর ছাত্রদলের সভাপতি কারাগারে

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

সম্রাট ভূঁইয়া নাওলা এলাকার মৃত ফজলুল হক ভুঁইয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, একই এলাকার যুবক সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি। সেই ধারের টাকা চাইতে গেলে সম্রাট ভূঁইয়াসহ চার-পাঁচজন নেতাকর্মী পাওনাদার সাজ্জাদকে মারধর করে। এ ঘটনায় পাওনাদার সাজ্জাদ জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নামে মামলা করেন। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ সেই মামলায় সম্রাট ভূঁইয়াকে তার নিজ বাড়ি নাওলা গ্রাম থেকে গ্রেফতার করে।

মামলার বাদী সাজ্জাদ জানান, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভুঁইয়া আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে আরও ৪-৫জন যুবক আমাকে মারধর করেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলি খান জানান, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।