ময়মনসিংহে ডিবি অভিযানকালে হেরোইনসহ গ্রেফতার
সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরো চীফ)
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৬.২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী এস কে হাসপাতালের সামনে হইতে ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মনির ওরফে সুলতান (২২), পিতা মৃত-সোলেমান, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-চরঈশ্বরদিয়া মিল গেইট, ২। মাজেদুর রহমান খান ওরফে রিপন (৪২), পিতা মৃত-রুহুল আমিন, মাতা-সামছুন্নাহার, সাং-৭৬/বি বাঘমারা, ব্রাহ্মপল্লী রোড, ৩। মোঃ হিমেল (২৬), পিতা-মোঃ আব্দুল খালেক, মাতা-মোছাঃ রেখা বেগম, সাং-আকুয়া মোড়লপাড়া (হাবুল বেপারীর মোড়), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে ০৩ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আসামিরা পেশাদার ও অব্যাশগত অপরাধী ।