শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

পঞ্চাশের  রিকনসিলেশন ও অন্যান্য প্রবন্ধ` গ্রন্থের মোড়ক উন্মোচন

মিলন হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত '‌পঞ্চাশের রিকনসিলেশন ও অন্যান্য প্রবন্ধ' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে অমর একুশে বইমেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন।

গ্রন্থের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও ড. মীজানুর রহমান রচিত ১৯৯২ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কৃষিপণ্যের বাজারজাতকরণ’ পাঠকপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে তিনি ‘বাজারজাতকরণ’, ‘বাজাজাতকরণ নীতিমালা’, ‘স্নাতক বাজারজাতকরণ’ শীর্ষক আরো তিনটি গ্রন্থ রচনা করেন এবং পাঠকপ্রিয়তার কারণে বাজারজাতকরণ গ্রন্থের একটি সহজ সংস্করণও তিনি তৈরি করেন, যা মার্কেটিং বিভাগের বাইরের পাঠকদের নিকটও অত্যন্ত সমাদৃত। 

বর্তমানে মীজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি দুই মেয়াদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।