বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

সোমবার (২৪ শে জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি দপ্তরের সামনে এ বীজ ও সার বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এর সার্বক পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।
 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার ৬ শত ৬০ জন কৃষদের মাঝে প্রতি জনকে ৬ কেজি ৭ শত গ্রাম করে চীনা বাদাম বীজ,১০ কেজি করে ডিএপি সার, ৫ কেজি করে এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।তিনি আরো জানান কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় চরভদ্রাসনের কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন।