কর্মাহত সাংবাদিকদের মৌলিক দাবী পূরণে সবসময় সাথে থাকবো.. ওমর ফারুক
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

প্রবীণ ও কর্মাহত সাংবাদিক মৌলিক দাবী, অবসর ভাতা আদায়ের কথা আমি সব সময় উপস্থাপন করবো এবং এই দাবির সাথে আমি সব সময় একাত্মতা পোষন করবো। সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম করম আলীর সভাপতিত্বে সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি,
বীরমুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন হোসাইন, অর্থ সম্পাদক কাজী ওমর ফারুক, দপ্তর সম্পাদক মুনীর আহাম্মদ, আবদুল মজিদ, খোরশেদ আলম, বাবলু রহমান, লুৎফর রহমান, খাদেমুল ইসলাম প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক বাৎসরিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার আব্দুস সালাম এবং বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলা সংগঠনের শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।