সিলেটে এক কিশোরকে ছুরিকাঘাত !! অবস্থা আশষ্কাজনক
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার
ওই কিশোর নগরীর বাগবাড়ি এলাকার মো. লাল মিয়ার ছেলে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেঔেধষরষ ভেতরে কলেজের রাস্তার সামনে তাকে কে বা কারা এলোপাতাড়ি ছুরিকাঘাত কওে ফেলে রেখে যায়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতাল ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। আহত তায়েফের চাচা ফারুক মিয়া জানান, কে বা কারা কী কারণে ছুরিকাঘাত করেছে এখনও জানতে পারেননি। তায়েফের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও ৪ ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
