ফুলবাড়ী খয়েরবাড়ীতে ৭৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার
গতকাল (১৬ জানুয়ারী) রবিবার সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ এনামুল হক সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, ইউপি সচিব মোহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
