নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সিলমারা ব্যালেটসহ আটক
সিলেট ব্যুরো
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
তাদের আচরণ সন্দেহ হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালেট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালেট পেপার ও সিল উদ্ধার করা হয়। কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিস্তারিত আসছে...
