বুধবার   ০৭ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ০৯ জ্বিলকদ ১৪৪৬

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়।

 

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকালে রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। 

 

নিহতের লাশ থানায় রয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। 

 

এর আগে ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। 

 

তার আগের দিন ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান।