বুধবার   ০৭ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ০৯ জ্বিলকদ ১৪৪৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মঙ্গলবার (১৪ই,ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে।উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত আলোচনা সভায়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায়,বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আলাউদ্দিন,

তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ,বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।