বুধবার   ০৭ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ০৯ জ্বিলকদ ১৪৪৬

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশের বক্তবে অভিভূত যুবসমাজ

সাজেদা পারভীন সাজু রিপোর্টার

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কোন অনুষ্ঠান সব সময় সুন্দর, সুশৃংখল হয় । যতো দিন ধরে তাদের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করি এমনটা দেখি। নানক ভাই, আযম ভাইয়ের সময় থেকেই দেখে আসছি এবং আমরা রিপোর্টারা বলাবলিও করি । 

আজকের অনুষ্ঠান ও দেখলাম। সত্যি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশের বক্তব্য শুনে অভিভূত হয়েছি । এতো চমৎকার উপস্থাপন এবং তার ভাবনা বিশেষ করে যুব সমাজকে নিয়ে ।  শেখ ফজলে শামস পরশ বললেন, অসুস্থ প্রতিযোগিতা নয, নিজের যোগ্যতা মেধা দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে । কোন শর্ট, কাট রাস্তা দিয়ে নয়। কেউ উপরে গেছে বলে তার পা ধরে টেনে নামানোর দরকার নেই। পরিশ্রম করলে সাফল্য আসবেই ।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা পরিশ্রম করেছেন বলেই এতো দ্রুত বাংলাদেশ কে এগিয়ে নিতে পেরেছেন ।

 বর্তমান  সমাজে একটা বিষয় লক্ষণীয় প্রতিহিংসাপরায়ণ হয়ে অনেকই একজন আরেক জনের ক্ষতি করছে সময়োপযোগী এ বিষয়গুলো যদি মেনে চলে যুবসমাজ তাহলে আর পথ হারাবে না বাংলাদেশ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  প্রশংসা করতে ভুললেন না । যুবলীগ চেয়ারম্যানের সুন্দর বক্তব্যের জন ধন্যবাদ জানিয় বললেন, বিজ্ঞানমনস্ক ধ্যান ধারণা গড়ে তোলা। মুক্তিযাদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।ফজলে শামস পরশের এ কথার সাথে শতভাগ একমত প্রকাশ করলেন ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।