বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের জন্য নতুন দুয়ার খুলছে মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

এতে সাক্ষর করেন  বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও মালয়েশিয়ার সিকিউরিটি ইনড্রাষ্ট্রি এসোশিয়েশন পি আই কে এম এর প্রতিনিধিরা।বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,২০১৮ সালে এমওইউ সই হলেও বাংলাদেশী নিরাপত্তা কর্মী নিয়োগ করা যায়নি মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারের নিষেধাজ্ঞার কারনে এটি আটকে যায়।এখন নতুন এমওইউ সাক্ষরের মধ্য দিয়ে দেশটিতে নতুন দুয়ার উন্মুক্ত হলো।

নিরাপত্তা রক্ষীর অভাব মেটাতে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া।প্রশিক্ষন ও দক্ষতার কারনে এক্ষেত্রে আন্তর্জাতিক লাইসেন্স থাকা বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছে।তবে নিয়োগের পদ্ধতি,সুবিধা ও শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি,জানান বাংলাদেশী কর্মকর্তারা।

এ বিষয়ে পি আই কে এম  সভাপতি রামলি ইউসুফ মালয়েশিয়া কিনি কে বলেন, তিন মাসের প্রশিক্ষণের কারনে বাংলাদেশীরাই গার্ডের নিয়োগে  সেরা নে হয়েছে।সে কারনেই তিনটি দেশের মধ্যে কেবল বাংলাদেশের  দেশের নাম সুপারিশ করেছেন তারা।বিষয়টি দ্রুত অনুমোদন দিতে স্বররাষ্ট্র মন্ত্রণালয় কেও অনুরোধ করা হয়েছে।

দেশটিতে নেপালি রক্ষীদের দশ বছর পযর্ন্ত কাজের অনুমতি দেয়া হয় উল্লেখ করে তিনি আরো জানান নতুন করে অভিবাসী শ্রমিক আসার নিষেধাজ্ঞা থাকায় চল্লিশ হাজার থেকে দশ/পনেরো হাজারে নেমে এসেছে। আরো অনেকে দেশে ফেরত যেতে চাইছে।এসব শুন্য পদে বাংলাদেশী নিরাপত্তারক্ষী আনা হবে

এটি অবশ্যই বাংলাদেশী দের জন্য ভালো খবর।আশা করি দ্রুই এ প্রক্রিয়া শুরু হবে।