শাহরাস্তিতে ওয়াকওয়ে নির্মিত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার
এ ডাকাতিয়ার উপরে আমি তথা আওয়ামী লীগ সরকার ৯টি ব্রীজ করে দিয়েছি। নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসাবে এ ডাকাতিয়া নদীকে জাতীয় পর্যায়ে নিয়েছি।
এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। যারা উপস্থিত হয়েছেন সকলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো, আমরা কেউ থাকবো না কিন্তু ওয়াকওয়ে যুগ যুগ ধরে টিকে থাকবে, আমি যতদিন বেঁচে থাকব সময় পেলেই এখানে ছুটে আসবো। ওয়াকওয়ে নির্মাণ হলে এলাকার চিত্র পাল্টে যাবে, এখানে দেশ বিদেশ লোকেরা ঘুরতে আসবে। ওয়াকওয়ে আকর্ষণীয় ভাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন আমি তাই করবো। একবছরে এর নির্মাণ কাজ শেষ হবে। ডাকাতিয়াকে বাঁচাতে হবে। নদী ও জীবন ওতপ্রোতভাবে জড়িত।
আজকে যারা ভূমিষ্ঠ হয় নাই আগামী প্রজন্মের কাছে এটি রেখে যাব। ওয়াকওয়ের নির্মাণ আজ থেকে শত বছর পরের প্রজন্ম পর্যন্ত মনে রাখবে বলে আমার বিশ্বাস। নদীর তীরবর্তী মানুষ যেন নদীর পানিকে কোন ভাবে দূষণ করতে না পারে সে দিকে সবার খেয়াল রাখতে হবে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী শেখ হাসিনাকে যিনি এ প্রকল্পে অনুমোদন দিয়েছে।
৪২ কোটি টাকা। ডাকাতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ হলে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ঘুরতে আসবে। এ উপজেলার সুনাম ও পরিচিতি চাঁদপুর তথা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে।
৪ ডিসেম্বর শনিবার ১২ টায় শাহরাস্তি পৌরসভার সূচীপাড়া ব্রীজ ডাকাতিয়া নদীর পাড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজনে
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ-আল-মামুন এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বিআইডব্লিউটিএ, চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর সভার মেয়র আ. লতিফ , চাঁদপুর বিআইডব্লিউটিএ, নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী, সিঃ সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
শাহরাস্তি পল্লী বিদ্যুৎ অফিসের ডি জিএম মোঃ মোবারক হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ রানা, এ সময় আওয়ামী লীগের তৃনমূল নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
