রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

‘মাদক-র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস হিসেবে শাবিপ্রবি সমাদৃত’

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মার্কিন দূতাবাসের ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, সর্বপ্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, প্রথম বাংলা সার্চ ইঞ্জিন, প্রথম অনলাইন ভিত্তিক ভর্তি পরীক্ষা এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই বাংলাদেশে শুরু হয়েছে। দেশের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে আমরা অনন্য অবদান রেখে চলেছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।

অন্যদিকে মার্কিন দূতাবাসের ৩ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা হুসাইন-মর্গান, এডুকেশন ইউএসএ আউটরিচ কো-অর্ডিনেটর একিউএম মুশফিক হাসান এবং ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার।